বরিশালের বাবুগঞ্জে শূন্যচাষে বিনাসরিষা-৯’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে শূন্যচাষে বিনাসরিষা-৯’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার উত্তর রাকুদিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে এক ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।
বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান হাওলাদার, কৃষক এনায়েত করিম, মজিবর মুন্সি প্রমুখ।
প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলেও তিন ফসল চাষ করা সম্ভব। এজন্য আমনের স্বল্পকালিন জাত বেছে নেয়া দরকার। সেই সাথে শূন্যচাষে বিনা সরিষা-৯ বপন করতে হবে। পরে রবি ফসল। আর তা বাস্তবায়ন হলে এ অঞ্চলের শস্যনিবিড়তা বাড়বে। মাঠদিবসে শতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।