বলেশ্বর নদীর তীরে ভেসে এল মৃত হরিণ
প্রাণ ও প্রকৃতি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের বলেশ্বর নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মরা হরিণ।
বুধবার (২৬ মে) বিকেলে মৃত হরিণটি উদ্ধার করা হয়।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাদ দিয়ে জয়নুল আবেদীন জানান, বিকেলে বলেশ্বর নদীর তীরে রায়েন্দা ইউনিয়নের ঝিলবুনিয়া এলাকায় মৃত ওই হরিণকে দেখতে পায় এলাকাবাসী। তাদের দেয়া খবরে শরণখোলা রেঞ্জের বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনে হরিণটি মরে গেছে।