১০:৪১ পূর্বাহ্ন

বুধবার, ২৭ নভেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • বাংলাদেশের কৃষি বাণিজ্য শক্তিশালীকরণে স্যানিটারি এবং ফাইটোসানিটারি সিস্টেম শীর্ষক কর্মশালা ঢাকায় অনুষ্ঠিত
ads
প্রকাশ : নভেম্বর ২৬, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন
বাংলাদেশের কৃষি বাণিজ্য শক্তিশালীকরণে স্যানিটারি এবং ফাইটোসানিটারি সিস্টেম শীর্ষক কর্মশালা ঢাকায় অনুষ্ঠিত
ক্যাম্পাস

দীন মোহাম্মদ দীনুঃ ফিড দ্য ফিউচার স্যানিটারি এবং ফাইটোসানিটারি সিস্টেম ট্রেড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের অধীনে বাংলাদেশের কৃষি বাণিজ্য শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা সোমবার (২৫ নভেম্বর ২০২৪ ) ঢাকাস্থ হোটেল হলিডে ইন এর ইলিশ কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল(ক্যাবি) আয়োজিত এবং ইউএসডিএ/এফএএস এর কারিগরি সহায়তায় ইউএসএআইডি এর অর্থায়নে বাংলাদেশের কৃষি বাণিজ্য ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে এই কর্মশালার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং এর পরিচালক ড. মো. সফি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই এর প্ল্যান্ট প্রোটেকশন উইং এর পরিচালক এস এম সোহরাব উদ্দিন । অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, উদ্ভিদ সংগনিরোধ উইং, উদ্ভিদ সংরক্ষণ উইং, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ,
বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, ইউএসএআইডি, ইউএসডিএ, সরকারি এবং বেসরকারি খাতের ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের কৃষি কার্যক্রম আন্তর্জাতিক এসপিএস মানদণ্ডের সাথে সঙ্গতি আনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বিশদভাবে আলোচনা করেন।
ক্যাবি প্রকল্প সমন্বয়ক ড. দিলরুবা শারমীন এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানান ,প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে , বাংলাদেশের এস পি এস  কাঠামো শক্তিশালীকরণের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং কৃষি-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় মৌলিক নিয়ন্ত্রক ক্ষমতা সম্পর্কে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করা।

মুক্ত আলোচনায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ এই উদ্যোগের প্রশংসা করেন। কর্মশালার সভাপতি ড. মো. সফি উদ্দিন আক্রমণাত্মক প্রজাতির পোকামাকড়ের হুমকির বিষয়ে উল্লেখ করে বলেন, “আক্রমণাত্মক প্রজাতির পোকামাকড়ের ঝুঁকি কমানোর জন্য কোয়ারান্টাইন পেস্টের জন্য পর্যবেক্ষণ এবং পেস্ট রিস্ক অ্যাসেসমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বায়োপেস্টিসাইড শিল্পের একজন প্রতিনিধি তার বক্তব্যে উল্লেখ করেন, “বায়োপেস্টিসাইড নিবন্ধন প্রক্রিয়া সহজতর করা উচিত। যদি এটি রাসায়নিক কীটনাশকের নিবন্ধন প্রক্রিয়ার মতো হয়, তবে এই উদ্যোগটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।”

উল্লেখ্য কর্মশালাটি বাংলাদেশে সরকার এবং তার অংশীজনদের এসপিএস চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের কৃষি বাণিজ্য সম্ভাবনা উন্মোচনে ভূমিকা রাখবে । আন্তর্জাতিক মানদন্ড অর্থাৎ আন্তর্জাতিক ফাইটোসানিটারি ব্যবস্থা-এর সাথে সঙ্গতি রেখে এই প্রোগ্রামটি রপ্তানি ব্যর্থতা হ্রাস এবং ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর মত বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop