৬:৫৯ পূর্বাহ্ন

বুধবার, ২২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • বাংলাদেশের সকল কৃষকের পণ্য “ফ্লোরা”
ads
প্রকাশ : নভেম্বর ৭, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ন
বাংলাদেশের সকল কৃষকের পণ্য “ফ্লোরা”
এগ্রিবিজনেস

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু : ফ্লোরা শুধু এ সি আই এর পণ্য নয়, এটা বাংলাদেশের সব কৃষকের পন্য, সবার পণ্য। ফ্লোরা নিয়ে আমাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অনেকটা বাস্তব। দেশের প্রায় সব কৃষকই ফ্লোরা ব্যবহারের উপকারভোগী। কৃষকরা ফ্লোরা ব্যবহারের কারণে দেশের মোট কৃষিজ উৎপাদন বেড়েছে। আর এ সাফল্যের গর্বিত অংশীদার এ সি আই ফ্লোরা।

উন্নয়নে, অংশিদারিত্বে, সমৃদ্ধির প্রত্যয়ে “মিট এন্ড গ্রিট দি ফ্লোরা অ্যাচিভার্স “অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সি আই গ্রুপের চেয়্যারমান এম আনিস উদ্ দৌলা এসব কথা বলেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) ঢাকার এসিআই সেন্টারে সারাদেশের ফ্লোরা পরিবেশক, ডিলার, কর্মকর্তাদের নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এম আনিস উদ্ দৌলা আরো বলেন, ‘বাংলাদেশের ফসলের উৎপাদন বাড়িয়ে কৃষকের পাশে দাড়াঁনোর স্বপ্নটাই আমরা দেখেছিলাম। আর ফ্লোরা প্রমাণ করেছে, এটি দেশের কৃষকের জন্য অত্যন্ত কার্যকর ও লাভজনক সমাধান। কৃষককে ফ্লোরা ব্যবহারে উৎসাহ প্রদান ও সহযোগী হিসাবে কাজ করার জন্য তিনি সারাদেশের ডিলার, পরিবেশক, কর্মকঅতাসহ সবাইকে ধন্যবাদ জানান।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ সি আই ক্রপ কেয়ার-এর ম্যানেজিং ডিরেক্টার সুস্মিতা আনিস বলেন, ‘দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে, সাথ সাথে জনসংখ্যাও বাড়ছে। আর বাড়তি জনসংখ্যার জন্য খাদ্যের চাহিদাও বাড়ছে। সেই বাড়তি খাদ্যের চাহিদা বাড়াতে কাজ করছে ফ্লোরা। এই মুহুর্তে কম জমিতেও বেশি ফলন দরকার। আর দেশের খাদ্য নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করছে। এটি শুধু ফলনই বাড়ায় না, ফসলের মানও বাড়ায়। ফ্লোরা দেশের ১ নাম্বার Yield Booster হিসাবে কাজ করছে। ফ্লোরা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী স্বীকৃত লাভজনক পণ্য হিসাবে স্বাীকৃত। আমাদের উদ্দেশ্য, ফ্লোরার মাধ্যমে কৃষকের ভাগ্য উন্নয়নে পাশে দাঁড়াতে ও বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে পাশে দাঁড়াতে চাই।’

কোম্পানীর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান-এর পরিচালনায় অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন এ সি আই ক্রপ কেয়ারের চীফ অপারেটিং অফিসার ড. মুকতার আহমেদ সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) সুবীর চৌধুরী, জেনারেল ম্যানেজার (সেলস্) মো. আসাদুজ্জামান মাসুদ, ফ্লোরার ম্যানেজার (পিএন্ড জি) আবু বকর সিদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে সারাদেশের ফ্লোরার সাথে জড়িত ২ শতাধিক পরিবেশক, ডিলার, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ড. মুক্তার আহমেদ সরকার বলেন, ‘বাংলাদেশী কৃষি পণ্যের আমদানী কমাতে কাজ করছে ফ্লোরা। আর আমদানী কমানোর কারণে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করছে ফ্লোরা। আর এ কারণে সরকার কর্তৃক ধন্যবাদ পাওয়ার দাবীদার এ সি আই ফ্লোরা পণ্যটি।’

সৃবীর চৌধুরী বলেন, ‘ফ্লোরা কৃষকের জন্য আর্শীবাদ। কারণ ফ্লোরা দিলে ফলন বাড়ে। ফ্লোরা দিলে ফসলের ফলন ২০-২৫ ভাগ পর্যন্ত বাড়ে এটা গবেষণায় প্রমাণিত হয়েছে। ফ্লোরা পরিবেশবান্ধব, এটি ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর এ বিষয়গুলো সরকার কর্তৃক স্বীকৃত।’

আসাদুজ্জামান মাসুদ বলেন, ‘ফ্লোরা ধান, ভুট্টা, গম, আলু, আম, পিয়াজ, মরিচ, তরমুজসহ মোট ২২ টির অধিক ফসলে ব্যবহার করা যায়। আমাদের দেশের কৃষক চায় বেশি ফলন, কেবলমাত্র ফ্লোরা ব্যবহারেই বেশি ফলন পাওয়া সম্ভব। আর এ কারণেই কৃষকের বন্ধু হয়ে কাজ করছে ফ্লোরা।’

আবু বকর সিদ্দিক বলেন, ‘ধান, সবজি ফুল আর ফলে, বাড়বে ফলন ফ্লোরা দিলে। আর কৃষকের জমিতে শীত, গীষ্ম, বর্ষায় ১২ মাসই ফ্লোরা ব্যবহার করা যায়। ইউরিয়ার সাথে ফ্লোরা ব্যবহারে ইউরিয়া এবং অনান্য পুষ্টি উপাদানের গুণগত বৃদ্ধি পায়। কৃষকের সোনালী স্বপ্নের সারথী হিসাবে কাজ করে যাবে ফ্লোরা, এই আশাবাদ ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে সেরা ৩৫ জন পরিবেশককে ফ্লোরা স্টার পারফর্মার এ্যাওয়ার্ড হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। জাতীয়ভাবে সেরা পরিবেশক হিসাবে পুরস্কার পান রাজশাহীর মেসার্স এমএস এন্টারপ্রাইজের মো. লিটন এবং টেরিটরি অফিসার নির্বাচিত হন রাজশাহীর মো. হাবীবুর রহমান।

এদিকে ব্যাবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় আয়োজিত অনুষ্ঠানে ফ্লোরা লাকি কুপন ড্র সিজন-৫ এর আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার হিসাবে হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেল জিতে নেন চাঁদপুর টেরিটরির মেসার্স নান্নু ট্রেডাস (কুপন নাম্বার- ০৫৭১৮)। মো. রেজাউল হক (সেলস্ ম্যানেজার, ইস্ট) পরিবেশকের পক্ষ থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন।

দ্বিতীয় পুরস্কার এসি (২টি) জিতে নেন মেসার্স রব্বু এ্যান্ড ব্রাদাস, ডোমার, রংপুর (কুপন নাম্বার- ০৫১৩০), মেসার্স খন্দকার ট্রেডার্স, বরগুনা, বরিশাল (কুপন নাম্বার -০৫২৭৯), তৃতীয় পুরস্কার ৩২” স্মার্ট টিভি (৩ টি) জিতে নেন মেসার্স আব্দুল বাতেন, কোটচাঁদপুর, কুষ্টিয়া (কুপন নাম্বার- ০৫৪৬১), মেসার্স সাদিক ট্রেডার্স, আতাইকুলা, রাজশাহী (কুপন নাম্বার- ০৫৬৪৮), মেসার্স দৃষ্টি ট্রেডাস, রাজশাহী (কুপন নাম্বার-০৫৯২৬)। এছাড়াও পরিবেশক, ডিলারদের মাঝে সর্বমোট ৫৫ টি আকর্ষনীয় পুরস্কার লটারির মাধ্যমে প্রদান করা হয়। জমজমাট এ অনুষ্ঠানটি জুম, ফেসবুক লাইভের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পরিবেশকগণ ও অফিসারবৃন্দ উপভোগ করেছেন।

উল়েখ্য, ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান দেবী ক্রপসায়েন্স প্রাইভেট লিমিটেড এর অন্যতম এক আবিষ্কার হলো ফ্লোরা যা নাইট্রোবেনজিন সমৃদ্ধ একটি বিশেষ ফলনবর্ধক। বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যাপক ভাবে সমাদৃত একটি পণ্য। বাংলাদেশে এ সি আই ক্রপ কেয়ারই হলো এর একমাত্র ডিস্ট্রিবিউটর।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop