বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কৃষি বিভাগ
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রাচীন অন্যতম পেশাজীবী সংগঠন বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতি (সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ-এসএসএসবি) এর ২০২৫-২০২৬ সেশনের কমিটির দায়িত্বভার গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচন ব্যবস্থাপনা কমিটি নতুন নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
১৫ মার্চ/২০২৫ ফার্মগেটের BARC তে বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির নবনির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে ড. মো: মনোয়ার করিম খান এবং জেনারেল সেক্রেটারি হিসেবে SRDI এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ও লেখক জনাব ড. মো: নুরুল হুদা আল মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন এবং সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি -১ প্রফেসর ড. মো: জহির উদ্দিন, সহ-সভাপতি -২ প্রফেসর ড. আক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক -১ ড. মো: বখতিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক -২ প্রফেসর ড. এমএমআর জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ ড. ফরিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ড. মো: মিজানুর রহমান, নির্বাহী সদস্য হিসেবে ড. মো: শহিদুল ইসলাম, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মো: জসিম উদ্দিন, প্রফেসর ড.মো: দেলোয়ার হোসেন, ড. মো: রফিকুল ইসলাম, ড. হাবিব মোহাম্মদ নাসের,প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া, ড. মো: মাহবুবুল আলম তরফদার, ড. মো: তারেক বিন সালাম ও ড. ফাতেমা নাসরিন জাহান নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত পেশাজীবি নেতৃবৃন্দ তাদের উপর বিশ্বাস আস্থা ও গুরু দায়িত্ব প্রদানের জন্য সকল মৃত্তিকা বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী, পেশাজীবীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও সহযোগিতার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ও পেশাজীবীদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।