বাকৃবি অফিসার পরিষদের সভাপতি নান্নু, সম্পাদক আমজাদ নির্বাচিত
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনু : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের সভাপতি হিসেবে মোঃ খাইরুল আলম নান্নু ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবুল বাসার আমজাদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত ৮ টায় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বাকৃবির বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক সমরজিত বৈশ্য চৌধুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুল আলম, দফতর ও প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল কবীর খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শিবলী নোমান, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মহিলা সম্পাদিকা মাকসুদা পারভীন, সদস্য মোঃ রাকিবুল করিম, মোঃ আতিকুজ্জামান রয়েল , শাহজাহান কবীর, মোঃ আব্দুল মান্নান, আসিফ মোহাম্মদ হামজা তালুকদার ও আহম্মদ আশফাক জামিল।