বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামে এক মাছ চাষির মৃত্যু
মৎস্য
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শফিউল আলম (৪০) নামে এক ব্যক্তির। মাছের প্রজেক্টে পানিরপাম্প চালু করতে গিয়ে ভয়াবহ এ দুর্ঘটনার শিকার হন তিনি। শফিউল আলম চরম্বা ইউনিয়নের ওয়াহিদের পাড়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে।
গতকাল রবিবার (১৪ মার্চ) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) রাশেদুল ইসলাম।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ মার্চ, রোববার সন্ধ্যায় শফিউল আলম তার মাছের প্রজেক্টে পানির পাম্প চালু করতে যান। সেখানে প্রথমে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের পরিদর্শক জনাব রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ একটি তদন্তকারী দল পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীটে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
আরো পড়ুনঃ মাছ ধরার ট্রলারে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭