বিপিআইএ এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন আফতাবের নূরুল মোর্শেদ খান
পোলট্রি
সোমবার অনুষ্ঠিত হলো দেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে পুরানো সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BPIA) এর দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে “খামারী প্যানেল” এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন; ১৯ সদস্যের এই কার্যনির্বাহী কমিটির ১৮ জন সদস্যই এই প্যানেল থেকে নির্বাচিত হন । নির্বাচনে নবম সর্বোচ্চ ভোট (১২১ ভোট) পেয়ে খামারী প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড এর অপারেটিভ ডিরেক্টর (সেলস মার্কেটিং) জনাব নূরুল মোর্শেদ খান। উল্লেখ্য, নির্বাচনে মোট ভোট কাস্ট হয় ১৯৭ টি ।
নির্বাচনে জয়লাভ করায় জনাব নূরুল মোর্শেদ খান কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আফতাব পরিবারের সদস্যবৃন্দ । এগ্রিভিউ২৪.কম এর পক্ষ থেকে জনাব নূরুল মোর্শেদ খান ও আফতাব পরিবারের প্রতি রইলো শুভকামনা; পাশাপাশি অভিনন্দন রইলো বিজয়ীদের প্রতি । নতুন এই কমিটির যোগ্য ও সঠিক নেতৃত্বে পোল্ট্রি শিল্পের সমস্যাগুলি কেটে যাবে, খামারীদের মুখে হাসি ফোটবে এবং এই শিল্পের উত্তরোত্তর বিকাশ ঘটবে।