বিশ্ব কুকুর দিবস উপলক্ষে শর্ট ভিডিওর আয়োজন
প্রাণিসম্পদ
নাজমুল হাসান:প্রাগৈতিহাসিক যুগ থেকে কুকুর মানবসম্পদ নিরাপত্তায় ও বিনোদনে অপরিহার্য অংশ ।উন্নত ব্রিডের সমাগমে উন্নয়নশীল যুগে পা বাড়ানোর সাথে সাথে পশুসম্পদ উন্নয়নে দেশ প্রবেশ করেছে নতুন যুগে। ২৬ শে আগস্ট(বৃহস্পতিবার) “World Dog Day”
এ উপলক্ষ্যে ‘বিডিভেটস ডট কম’ এর এক বৃহৎ ভিডিও শেয়ারিং প্লাটফরম “Vets-TV” ; এক ভিডিও শেয়ারিং প্রতিযোগিতার আয়োজন করেছে।
এ সম্পর্কে ওয়েবসাইটির প্রধান ভেটেরিনারি সার্জন মিঠুন সরকার বলেন, “বৈশ্বিক ভেটেরিনারিয়ানদের জন্য এক সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে পারেন ‘বিডিভেটস ডট কম’। চিকিৎসা সম্পর্কিত আলোচনার মাধ্যমে এক ধারায় আসতে পারেন ভেটেরিনারিয়ানরা।তার পাশাপাশি মিলবে ভেটেরিনারী সম্পর্কিত ছবি,ভিডিও,নোট,বই,লেকচার,মেডিসিন লিস্ট।এ ওয়েব প্লাটফর্মটির প্রধান আকর্ষন ই-প্রেসক্রিপশন এর মাধ্যমে প্রান্তিক খামিরীরা সেবা পাচ্ছেন ২০১৭ সাল থেকে।এ পর্যন্ত সারাবিশ্বে প্রায় হাজারো ই-প্রসক্রিপশন পৌছে দিয়েছেন প্লাটফর্মটির ভেটেরিনারিয়ানরা। ”
ভিডিও পোস্টের নিয়মঃ
1.ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি ছাত্র/ছাত্রী হতে হবে
2.ভিডিও ভেটেরিনারি সম্পর্কিত হতে হবে (সুস্থ্য বা রোগের)
3.ভিডিওটি অবশ্যই নিজের তোলা হতে হবে। কপি করা কোন কন্টেন্ট গ্রহণ করা হবে না।
4.ভিডিও সাধারণত ১ মিনিটের নিচে হলে ভালো হয়।
(প্রতিযোগিতা আগস্ট মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে)
সর্বাধিক এবং সবচেয়ে আকর্ষণীয় ভিডিও পোস্ট দাতার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
উল্লেখ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “ইনোভেশন শোকেসিং ২০২১” এ প্রথম স্থান অর্জন করে ওয়েবসাইটটি।