বিষ দিয়ে সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন!
মৎস্য
নেত্রকোনার কলমাকান্দা সদরের বাসাউড়া গ্রামের নুর ইসলামের পুকুরে বিষ দিয়ে সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। পুকুরে বিষ প্রয়োগের ফলে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩ মার্চ) ভোররাতে এই ঘটনাটি ঘটেছে কলমাকান্দা সদর ইউনিয়নের বাসাউড়া গ্রামে।
বিষ প্রয়োগের ঘটনায় পুকুরের মালিক নুর ইসলাম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বাসাউড়া গ্রামের মো. নূর ইসলাম ও একই এলাকার মো. কাজল মিয়ার মধ্যে জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে নূর ইসলাম তার পুকুর পাড়ে মাটি কাটতে গেলে কাজল মিয়ার নেতৃত্বে ৪/৫ জন তাতে বাধা দেন। এ সময় পুকুরের সকল মাছ বিষ দিয়ে মেরে ফেলার হুমকি দেয় তারা। মো. নূর ইসলামের দাবি ৫৬ শতক জায়গায় তার পুকুরে থাকা রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ৩ লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। পরে এ ঘটনায় বুধবার মো. নূর ইসলাম বাদি হয়ে ছয়জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।