বড়শিতে ধরা পড়ল ৭ কেজি ওজনের বাঘাইড় মাছ
মৎস্য
বড়শিতে ৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ।বৃহস্পতিবার দৌলতদিয়ার ৩নং ফেরিঘাটের পাশে বড়শি ফেলে শৌখিন মৎস্য শিকারি মজিবর মোল্লা (৭০) মাছটি ধরেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে নদীতে বড়শি ফেলে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ ধরছিলেন মজিবর মোল্লা। একপর্যায়ে বেলা ২টার দিকে তার বড়শিতে বাঘাইড় মাছটি ধরা পড়ে।
মাছটি তিনি স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ৩ হাজার ১শ টাকায় বিক্রি করেন। মাছটি তিনি স্থানীয় এক ব্যক্তির কাছে ৩ হাজার ৫শ টাকায় বিক্রি করেন। এ সময় বড়শি দিয়ে ধরা মাছটি দেখতে অনেকেই সেখানে ভিড় জমান।
মৎস্য শিকারি মজিবর মোল্লা জানান, করোনার কঠোর লকডাউনে কাজ কাজ বন্ধ তাই ফেরিঘাটের পন্টুনে বসে বড়শিতে মাছ ধরি। এতদিন ছোট ছোট মাছ পেলেও আজকে প্রায় ৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তার বড়শিতে ধরা পড়ে। সংসারের অভাবের কারণে মাছটি বিক্রি করে দেই।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, বাঘাইড় মাছ সাধারণত জেলেদের জালে ধরা পড়ে। বড়শিতে সাধারণত এ রকম বড় সাইজের বাঘাইড় মাছ ধরা পড়তে দেখা যায় না।