ময়মনসিংহে আউশ আবাদে সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় ‘শীর্ষক আঞ্চলিক কর্মশালা ও কৃষক পুরষ্কার প্রদান অনুষ্ঠিত
কৃষি বিভাগ
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতাভুক্ত জেলাসমূহ ‘আউশ আবাদে সমস্যা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় ‘শীর্ষক আঞ্চলিক কর্মশালা ও কৃষক পুরষ্কার প্রদান অনুষ্ঠান শনিবার ১০ জুন ২০২৩ বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া। ডিএই এর পরিচালক সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মো:তাজুল ইসলাম পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ ড.মির্জা মোফাজ্জল ইসলাম এবং ডিএই এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো আশরাফ উদ্দিন ।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.মো: রমিজ উদ্দিন। কর্মশালায় অতিথিগণ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য দেয়ার সুযোগ দেন এবং মাঠের প্রকৃত অবস্থা জানার চেষ্টা করেন। আউশ ধান এর ব্যাপক বিস্তারে নানাবিধ প্রস্তাবনা জানতে চান। কর্মশালার দ্বিতীয় পর্বে কৃষক পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রকল্প এলাকার কর্মকর্তাগণ কর্মশালায় যোগ দেন।