মাছের সঙ্গে শত্রুতা, লক্ষাধিক টাকা ক্ষতি!
মৎস্য
লালমনিরহাটের হাতিবান্ধায় একটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে পোনা মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (১৭ মার্চ) ভোরে পশ্চিম বিছনদই গ্রামে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত চাষীদের খবর দেন।
ওই গ্রামের নুরুজ্জামান হোসেন, কবির ও মনির উদ্দিন যৌথভাবে ওই পুকুরে মৎস্য চাষ করেন বলে জানিয়েছেন।
নুরুজ্জামান বলেন, প্রতিবেশি একটি পক্ষ মাছ চাষের জন্য আমাদের সঙ্গে ওই পুকুরে অংশীদার হতে চেয়েছিল। অংশীদার না করায় ক্ষোভে বসে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। মাছ চাষ করে মুনাফা অর্জনের স্বপ্ন ছিল। কিন্তু এখন আমরা পুঁজি হারিয়ে পথে বসেছি। এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ জানান, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা মোবাইল ফোনে আমাকে পুকুরে মাছ মরার ঘটনাটি জানিয়েছে। কারও প্রতি সন্দেহ হলে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি বলে তিনি জানান।