৯:০৬ পূর্বাহ্ন

বুধবার, ২২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • ‘মাছ কপালে’ ওয়ালিউর, এবার শিকার ১৪ কেজির বোয়াল
ads
প্রকাশ : ফেব্রুয়ারী ২৬, ২০২১ ৩:৩২ অপরাহ্ন
‘মাছ কপালে’ ওয়ালিউর, এবার শিকার ১৪ কেজির বোয়াল
মৎস্য

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুরের কালিদাসখালি গ্রামের জেলে ওয়ালিউর রহমান। তার ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে। একের পর এক বড় বড় মাছ ধরা দিচ্ছে এই জেলের জালে। গত রবিবার ৪০ কেজি বাঘাইড়, পরের দিন সোমবার ৯ কেজি রুই পাওয়ার পরে সর্বশেষ বৃহস্পতিবার ফের পদ্মা নদী থেকে ১৪ কেজি ওজনের বোয়াল মাছ তুলেছেন তিনি।

পদ্মাপাড়ের এই জেলে জানান, বুধবার রাতে জাল পেতে আসেন। পরের দিন সকাল ৮টার দিকে জাল তুলে দেখতে পেলেন ১৪ কেজি ওজনের বোয়াল। বোয়ালটি সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

এবারো তার মাছ কিনেছেন চকরাজাপুর চরের মাছ ব্যবসায়ী করম আলী। তিনি বলেন, ওয়ালিউরের মাছটি আমি কিনেছি। ১৪ কেজি ওজনের বোয়াল। দাম পড়েছে সাড়ে ১৩ হাজার টাকা। বড় বড় মাছ কিনে সেগুলো ঈশ্বরদী, লালপুর, রাজশাহীর বড় বাজারগুলোতে বিক্রি করি। ভালো দাম পাওয়া যায়। এর আগে আমি ওয়ালিউরের ৪০ কেজি বাঘাইড়সহ বেশ কয়েকটি বড় মাছ কিনেছিলাম।

বিগত ১০ দিনে ৪০ কেজির বাঘাইড়, ৯ কেজি রুই, ৭৪ কেজি ওজনের ৫ টি বাঘাইড়, ২৬ কেজি ওজনের বাঘাইড়সহ প্রায় দেড়শো কেজির মত বড় মাছ উঠেছে ওয়ালিউরের জালে। এ ব্যাপারটি নিয়ে এলাকার মানুষের মধ্যে কৌতূহল জাগ্রত হয়েছে। সেই মাছগুলো দেখতে ভিড় জমিয়েছেন এলাকার কৌতূহলী মানুষ।

সর্বশেষ ১৪ কেজির বোয়াল তুলে কৌতূহল যেন বাড়িয়ে দিলেন তিনি। এর আগে ওয়ালিউরের জালে ওঠা মাছগুলো বিক্রি করে প্রায় সোয়া লাখ টাকা আয় করেছেন। হিসেবের খাতায় এবার আরও সাড়ে ১৩ হাজার টাকা যোগ হলো।

ওয়ালিউর বলেন, ‘এটা আমার জন্য আনন্দের। আল্লাহ মুখ তুলে চাইছেন।’ চর এলাকা কালিদাশখালি গ্রামের ইউসুফ আলী দেওয়ানের ছেলে ওয়ালিউর রহমান মৌসুমে পদ্মা নদীতে মাছ শিকার ও দুর্গম পদ্মার চরে মোটরবাইকে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করেন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop