মাদারীপুরে ‘ডায়না’ লাউয়ের বাম্পার ফলন
কৃষি বিভাগ
বাণিজ্যিকভাবে লাউ চাষ করে লাভবান হচ্ছেন মাদারীপুরের কৃষকরা। ভালো ফলন হয়েছে সেই সাথে মিলছে ভালো দামও। এখন ক্ষেত থেকে লাউ তুলে বাজারজাতকরণে ব্যস্ত সময় কাটছে কৃষকদের।
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল, নবগ্রাম, ডাসার, রমজানপুর ও বালিগ্রাম ইউনিয়নের ২শ’ ৮০টি স্থানে পতিত জমিতে চাষ করা হয়েছে লাউ। ডায়না ও ময়না নামের উচ্চ ফলনশীল জাতের লাউ চাষ করে আশাতীত ফলন পাচ্ছেন কৃষকরা। কেউ কেউ খাল, বিল, পুকুর ও জলাশয়ের উপর মাঁচা তৈরি করেও লাউ চাষ করছেন।
কৃষকরা জানালেন, ১০ হাজার টাকা খরচ করে এক থেকে দেড় লাখ টাকা আয় হয়। আকার ভেদে এক-একটি লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
অনুকূল আবহাওয়া এবং সময়মতো কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ায় লাউয়ের ফলন ভালো হয়েছে বলে জানালেন, কৃষি বিভাগের কর্মকর্তারা। এবার মাদারীপুরে ৭০৫ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে।