মাদারীপুরে বিরল প্রজাতির প্রাণি উদ্ধার
প্রাণ ও প্রকৃতি
মাদারীপুরের ডাসার উপজেলায় বিরল প্রজাতির একটি অদ্ভূত প্রাণিকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
গত ৭ জানুয়ারি (শুক্রবার) রাতে উপজেলার পশ্চিম বালিগ্রামে বিরল প্রজাতির এই প্রাণিকে দেখে উদ্ধার করে এলাকাবাসী। প্রাণিটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। এখনো এটিকে সংরক্ষণ করে অবমুক্ত করেনি বন বিভাগ।
স্থানীয়রা জানায়, এর আগে এমন প্রাণি কখনই দেখেননি তারা। গত দুইদিন যাবত প্রাণিটিকে বিভিন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করছেন স্থানীয় যুবকরা।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন সোমবার বিকেলে বলেন, এরইমধ্যে বিরল প্রজাতির প্রাণিটিকে সংরক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর আঞ্চলিক বন অফিসকে বলা হয়েছে। শিগগরিই বন বিভাগের লোকজন প্রাণীকে নিয়ে যাবে।