মুরগির বাচ্চার আচরণ দেখে তাপমাত্রা পরিমাপের কৌশল:
Uncategorized
তাপমাত্রা কম হলে বাচ্চা গুলো ব্রুডারের নিচে গাদাগাদি হয়ে থাকবে এবং কিচিরমিচির করবে। তাপমাত্রা বেশি হলে বাচ্চাগুলো চিকগার্ডের গা ঘেঁষে জমা হয়ে থাকবে মুখ হা করে নি:শ্বাষ নিবে এবং মাথা ও ডানা ঝুলে পড়বে।
তাপমাত্রা সঠিক থাকলে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। চঞ্চল মনে হবে। মৃদু শ্বদ করবে এবং স্বাভাবিভাবে খাদ্য ও পানি গ্রহণ করবে। মুরগির বাচ্চা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে কিনা এ বিষয়টা খুবই গুরুত্বসহকারে খামারিদের খেয়াল করতে হবে। কোনো ধরণের সন্দেহ হলে সাথে সাথে প্রাণি সম্পদ কর্মকর্তা অথবা পোল্ট্রি বিশেষজ্ঞ এর সাথে যোগাযোগা করে সঠিক পরামর্শ নিতে হবে। এছাড়া আমাদের কাঝে ম্যাসেজ অথবা ফোন করে পরামর্শ নিতে পারেন।