মৎস্যচাষীদের কল্যাণে ব্লুটেক লাইফ সাইন্স এন্ড এগ্রো লিঃ এর তৃতীয় বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
প্রাণিসম্পদ
ঢাকার দক্ষিণখানে বিপিকেএস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ব্লুটেক লাইফ সায়েন্স অ্যান্ড এগ্রো লিমিটেডের তৃতীয় বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫। “নীল পানিই সম্পদ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশের মৎস্য খাতের উন্নয়ন এবং চাষিদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম নিজাম।
রেজাউল ইসলাম নিজাম তার বক্তব্যে বলেন, “আমরা শুধু ব্যবসার জন্য কাজ করছি না, বরং চাষীদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। আমাদের উদ্দেশ্য হলো উন্নতমানের পণ্য ও প্রযুক্তিগত সহায়তা প্রদান, যাতে দেশের মৎস্যচাষীরা লাভবান হতে পারেন। আমাদের দক্ষ প্রযুক্তি-পরামর্শক দল সার্বক্ষণিক চাষিদের পাশে থেকে আধুনিক ও টেকসই মৎস্যচাষের দিকনির্দেশনা দিচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের প্রথম কাজ হলো চাষীর সমস্যার সমাধান করা। যখন একজন চাষি আমাদের সেবা নিয়ে সন্তুষ্ট হন, তখন তিনি অন্য চাষিদেরও আমাদের সম্পর্কে জানান। এভাবেই আমরা সারা দেশে আমাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে পেরেছি। আমরা চাই, দেশের মৎস্যচাষীরা লাভবান হোক এবং ভোক্তারা নিরাপদ ও স্বাস্থ্যকর মাছ গ্রহণ করুক।”
চাষিদের জন্য উন্নতমানের সেবা নিশ্চিত করতে ব্লুটেক লাইফ সায়েন্স অ্যান্ড এগ্রো লিমিটেড খুব শিগগিরই একটি পুষ্টি গবেষণাগার স্থাপন করতে যাচ্ছে বলে জানান রেজাউল ইসলাম নিজাম। এই গবেষণাগারের মাধ্যমে মাছের খাদ্যমান উন্নত করা সম্ভব হবে, যা চাষীদের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করবে। এছাড়া, সমুদ্র অর্থনীতির যথাযথ ব্যবহার করে সামুদ্রিক মাছ চাষের প্রসার ঘটানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে ব্লুটেকের।
ব্লুটেকের বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠান বর্তমানে ব্লুটেক অ্যাকোয়া পণ্য, ব্লুটেক হ্যাচারি, ব্লুটেক অ্যাকোয়া কালচার, ব্লুটেক শুকনো মাছের বাণিজ্য এবং ব্লুটেক সামুদ্রিক খাদ্য বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রদান করছে, যা মাছ ও চিংড়ি চাষের জন্য অত্যন্ত কার্যকর।”
তিনি তার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বিক্রয় কর্মীরাই আমাদের প্রাণশক্তি। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণেই ব্লুটেক আজ দেশের মৎস্য খাতে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ও বিপণন প্রধান মো. মোসলেম উদ্দিন, পরিচালক শাবনাম বেগম শমী, হিসাব ও অর্থ প্রধান মো. ফারুক হোসেন, যশোর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শামমীম হোসেন শিমুল, ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইবরাহীম খলিলসহ অর্ধশতাধিক কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধি।
“নীল পানিই সম্পদ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্লুটেক মৎস্য খাতের টেকসই উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। উন্নতমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের মৎস্যচাষকে আরও লাভজনক ও স্বাস্থ্যসম্মত করতে অগ্রণী ভূমিকা পালন করছে। তৃতীয় বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয় এবং কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে ব্লুটেক আরও নতুন উদ্যোগ নিয়ে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।