রাঙ্গুনিয়ায় পুকুরে মিলল বিরল জাতের মাছ
মৎস্য
রাঙ্গুনিয়ার পোমরায় পুকুরে পাওয়া গেল ব্যতিক্রমী এক সাকার মাছ। আশেপাশের লোকজন মাছটি দেখার জন্য ভীড় করতে দেখা যায়।
রবিবার হাত জাল দিয়ে পুকুর থেকে মাছটি উঠানো হয়।
অনেকে বলাবলি করছে এমন মাছ জীবনে প্রথম দেখেছেন। বিস্ময় প্রকাশ করে অনেকে ফেসবুকেও শেয়ার করেছে এই মাছের ছবি।
তবে উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, এটি সাকার ফিশ। এটি সাধারণত অ্যাক্যুরিয়ামে থাকে। তবে এটি ইদানিং বিভিন্ন পুকুর কিংবা খালে দেখা যাচ্ছে। এটি মাংসাশী। অন্য মাছ পেলে খেয়ে ফেলে এবং এটি খুব দ্রুত বংশ বৃদ্ধি করতে পারে বলে তিনি জানান।
জানা যায়, এটি সাকার মাউথ ক্যাটফিশ অথবা কমন প্লেকো নামে পরিচিত। ক্যাটফিশ মানে শিং-মাগুর জাতের মাছ। এটির বৈজ্ঞানিক নাম হিপোসটোমাস প্লেকোসটোমাস।