লোকালয়ে মেছো বাঘ উদ্ধার
প্রাণ ও প্রকৃতি
বেনাপোল সীমান্ত এলাকায় রাতে কয়েকটি শিশু তাদের বাড়ির সামনে খেলছিল। এ সময় তারা মেছো বাঘটি দেখে ভয়ে চিৎকার করতে থাকে। পরে মেছো বাঘটিকে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাত ১০টায় বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পেচোড় বাঁওড় এলাকা থেকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতে মেছো বাঘটি দেখে ভয়ে চিৎকার করতে থাকে শিশুরা। পরে পরিবারের লোকজন গিয়ে শিশুদের উদ্ধার করে। পরে স্থানীয়রা মেছো বাঘটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, স্থানীয়রা মেছো বাঘটি উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। রাতেই উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।