লোডশেডিং এর কারণে মারা গেল দুই শতাধিক মুরগি
পোলট্রি
নওগাঁর বদলগাছীতে অতিরিক্ত লোড শেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে মারা গেছে এক খামারির দুই শতাধিক মুরগি।
গতকাল শুক্রবার দুপুরে এক-দেড় ঘণ্টার মধ্যেই উপজেলার কোলা ইউনিয়নের কোলা বাজারের পাশে অবস্থিত খামারটির এসব মুরগি মারা যায়, যার প্রতিটির ওজন এক কেজি ৭০০ থেকে ৮০০ গ্রাম।
অতিরিক্ত লোড শেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে মুরগি মারা যাওয়ার বিষয়ে খামারি রতন ও নাজমুল জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিদ্যুৎ চলে যায়। এরপর আজানের সময় আসে।
আজান শেষ না হতেই আবার চলে যায়। এরপর আবার আসে, নামাজ শেষ হলে আবার চলে যায়।
একদিকে অতিরিক্ত লোড শেডিং, তার ওপর প্রচণ্ড গরমে দুপুর দেড়টার পর থেকে মুরগিগুলো মারা যেতে শুরু করে। এক-দেড় ঘণ্টার ব্যবধানে দুই শতাধিক মুরগি মারা যায়।
এ ছাড়া আরো শতাধিক মুরগি মারা যাওয়ার উপক্রম হয়ে পড়লে সেগুলোকে ঠাণ্ডা পানিতে ভিজিয়ে বাইরে ছেড়ে দেওয়ার পর কিছু মুরগি রক্ষা পায়। এভাবে লোড শেডিং চলতে থাকলে খামারিদের ব্যাপক লোকসান গুনতে হবে বলে জানান তাঁরা।