শরীয়তপুর, নড়াইল ও হবিগঞ্জে ফার্মা এন্ড ফার্ম এর সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
প্রাণিসম্পদ
শিনিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবং দেশের ভেটেরিনারি মেডিসিন জগতের অন্যতম স্বনামধন্য ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফার্মা এন্ড ফার্ম কর্তৃক দেশের বিভিন্ন স্থানে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৩ জানুয়ারী) শরীয়তপুর, নড়াইল ও হবিগঞ্জে এইসব সেমিনার অনুষ্ঠিত হয় । শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস। অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপ পরিচালক, কৃত্রিম প্রজনন, শরীয়তপুর ও ডাঃ আবদুল মতিন, ভেটেরিনারি অফিসার । ফার্মা এন্ড ফার্ম এর জেনারেল ম্যানেজার ডাঃ তাপস কুমার ঘোষ ও রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ।
এদিকে নড়াইলের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান । অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান, লোহাগড়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লু রাইন। উক্ত সেমিনারে ছিলেন জেনারেল ম্যানেজার ডাঃ তাপস কুমার ঘোষের সাথে এসিস্টেন্ট সেলস ম্যানেজার মোঃ ফজলুল হক উপস্থিত ছিলেন ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস তাঁর বক্তব্যের শুরুতে ফার্মা এন্ড ফার্ম কে ধন্যবাদ জ্ঞাপন করেন উনার প্রতিষ্ঠানে এই ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য। তিনি আরোও বলেন ফার্মা এন্ড ফার্ম দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এই সেক্টরে ব্যবসা পরিচালনা করছে। এখন ব্যস্ততার কারণে প্রাকটিস করার সুযোগ কম হয়। তবে আগে যখন করতাম তখন উনাদের ঔষধ ব্যবহার করতাম। এখনও বেশ কিছু ঔষধ আমাদের হাসপাতালে ব্যবহারের জন্য সাপ্লাই হয়েছে। আপনারা যেখানে সুযোগ হয় সেখানে উনাদের ঔষধ ব্যবহার করবেন।
হবিগঞ্জে রিজিওনাল সেলস ম্যানেজার মীর মোহাম্মদ খালিকীন-নূর জেলার সমন্বয় সভায় ফার্মা এন্ড ফার্ম কে সেমিনার করার সুযোগ দেওয়ায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি খামারিদের স্বার্থে ফার্মা এন্ ফার্ম এর প্রোডাক্ট প্রেসক্রাইব করার জন্য অনুরোধ জানান ।