শিকারির ফাঁদ থেকে উদ্ধার ৩৫০টি বক
প্রাণ ও প্রকৃতি
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রামে শিকারির ফাঁদ থেকে উদ্ধার ৩৫০টি বক আকাশে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের চাকলের বিল, তেলটুপি বিল, ভত্তাগাড়ী বিল ও বড়াইগ্রামের নিশ্চিন্তপুর বিল, জালসুকা বিলসহ ১২টি মাঠে অভিযান পরিচালনা করা হয়।
ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিবেশকর্মী নাজমুল হাসানের নেতৃত্বে মেহেদী হাসান তানিম, সাদেক হোসেন, মনির হোসেন ও আশিকুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।
এ সময় ৩২টি পাখি শিকার করা ফাঁদ (কিল্লা ঘর) ধ্বংস করা হয় এবং ৩২টি শিকারি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। তাছাড়াও খাঁচাবন্দি ৩৪০টি বুনোবক স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মাঠেই অবমুক্ত করা হয়। অভিযানে ৪ জন শিকারি কিশোর হওয়ায় তারা আর পাখি শিকার করবে না মর্মে স্থানীয় এলাকাবাসী মুক্ত করে নেন।
পরিবেশকর্মী নাজমুল হাসান বলেন, জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধে চলনবিল অধ্যুষিত এলাকায় প্রতিদিন অভিযান চালানো হচ্ছে। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত তারা ৫ জন পরিবেশকর্মী এই অভিযান পরিচালনা করেন। সেচ্ছাশ্রমে পরিবেশ রক্ষায় তারা সব সময় প্রস্তুত রয়েছেন।