শুঁড় হারানো সুমাত্রান হাতিশাবকটি মারা গেল
প্রাণ ও প্রকৃতি
শিকারদের ফাঁদে পড়ে শুঁড় হারিয়েছিল বিপন্ন প্রজাতির সুমাত্রান বাচ্চা হাতি। এবার প্রাণও হারিয়েছে সে। ইন্দোনেশিয়ার আচেহ জায়াতে এ ঘটনা ঘটেছে।
শিকারীদের ফাঁদে পড়ে পাওয়া আঘাত সামলে উঠতে পারেনি ১ বছরের বাচ্চা হাতিটি। দুই দিন পরই তার মৃত্যু হয়।
শিকারীদের ফাঁদে আটকা পড়লে তাকে উদ্ধার করে চিকৎসা দেওয়া হয়। তার শুঁড় কেটে জীবন বাঁচানোর চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আঘাত থেকে ছড়ানো সংক্রমণের কারণ বাঁচানো যায়নি তাকে।
জাতীয় সম্পদ সংরক্ষণ সংস্থা জানিয়েছে, হাতিটির আঘাত গুরুতর ছিল এবং সংক্রমণ ছড়ানোয় তাকে বাঁচাতে পারিনি।