শেকৃবির বিজ্ঞান ক্লাবের পরিযায়ী পাখি দিবস পালিত
ক্যাম্পাস
পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা, বিচরণস্থল সংরক্ষণ, পাখির নিরাপত্তা রক্ষায় প্রতিবছর ৯ই অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব রাজধানী ঢাকার মিরপুর দোয়ারি পাড়ায় প্রবর্তন ফাউন্ডেশন পরিচালিত স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিযায়ী পাখি সংরক্ষণ ও অন্যান্য বিষয় নিয়ে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সচেতনতামূলক একটি অ্যানিমেশন ছায়াছবি ও একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন। পরবর্তীতে শিশুদের জন্য একটি পাখি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম তিনজন প্রতিযোগিকে পুরুস্কার প্রদান করা হয় এবং প্রতেক প্রতিযোগিকে শান্তনা পুরুস্কার হিসেবে রং পেন্সিল, চিত্রাংকন সামগ্রী ও খাবার প্রদান করা হয়।
এছাড়া আশেপাশের শিশুদের মাঝে পরিযায়ী পাখি সম্পর্কে সচেতনটা বৃদ্ধির জন্য লিফলেট ও ফ্লাইয়ার বিতরণ করা হয়। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানটি East Asian – Australasian Flyway Partnership, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও প্রবর্তন ফাউন্ডেশন এর যৌথ সহযোগিতায় সম্পূর্ণ হয়।
World Migratory Bird Day 2021, Sing, Fly, Soar – Like a bird! (পাখির মত গান গাই, উড়ে আর ভেসে বেড়াই)