শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানালেন পাট গবেষণার পরিচালক ড. মাহমুদ আল হোসেন
পাঁচমিশালি
জাকির হোসেন হাওলাদার , দুমকি (পটুয়াখালী): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনা, প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের পরিচালক ড. মাহমুদ আল হোসেন । তাঁর নেতৃত্বে একঝাঁক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এ সময় আরও উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম মোস্তফা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর সাঈদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাকির হোসেন প্রমুখ।