শেরপুরের বন্য হাতির মৃতদেহ উদ্ধার
প্রাণ ও প্রকৃতি
শেরপুর শ্রীবরর্দী উপজেলার বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের অধীনস্থ মালাকোচা এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে শেরপুর বন বিভাগ।
কয়েক দিন ধরেই সীমান্তে হাতির উপদ্রব বেড়েছে। হাতিটি সোমবার রাত তিনটার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।
বন বিভাগের ধারণা, সবজি রক্ষায় বাগানের চারদিক বিদ্যুতায়িত করা তারে স্পৃষ্ট হয়ে হাতিটি মারা যেতে পারে। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫/৩০ বছর হতে পারে।
বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোরের দিকে মৃত হাতিটি উদ্ধার কার হয়েছে। বাগান রক্ষার বৈদ্যুতিক জিআর তারে বৈদ্যুতিক শকে হাতিটি মারা যেতে পারে। হাতির মরদেহ ময়নাতদন্ত করা হবে এবং মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।