সাড়ে ৩১ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়ল পদ্মায়!
মৎস্য
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়া সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি বিক্রি করা হয় ৪৪ হাজার টাকা।
শনিবার সকালে ডাকের মাধ্যমে ১২৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পড়ে তিনি ১৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করেন।
চান্দু মোল্লা জানান, এখন নদীতে প্রায়ই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। ফলে ভাগ্য খুলেছে জেলেদের। ভোরে ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে জয়নাল হালদারের জালে বাগাইড় মাছটি ধরা পড়ে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনেন। ওই সময় মাছটি দেখতে অনেকে ভিড় করেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে পানি বাড়ায় মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির বড় বড় মাছ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।