হাইব্রিড লাউ চাষে সাফল্য
কৃষি বিভাগ
অধিক ফলনশীল জাতের হাইব্রিড লাউ চাষ করে সাফল্য পেয়েছেন মৌলভীবাজারের এক কৃষক। সুলতানা নামের এই লাউ চাষে তার সফলতা এলাকার অনেক কৃষককে উৎসাহিত করেছে। আর কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলার কৃষি বিভাগ।
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামের কৃষক ইমাম হোসেন তার ৩৩ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে ‘সুলতানা’ জাতের হাইব্রিড লাউ চাষ করেন। মাত্র ৫৫ দিনের মাথায় গাছে লাউ আসা শুরু করে। তার জমিতে এখন সারি সারি গাছে ঝুলছে লাউ।
হাইব্রিড লাউগুলোর ওজন হয় ৩ থেকে ৪ কেজি। টানা তিন মাস গাছে লাউ মিলে। ইমাম হোসেন জানালেন, তার লাউ চাষে খরচ হয়েছে মাত্র ৩ হাজার টাকা। এখন প্রতি পিস লাউ বিক্রি করছেন ৬০ থেকে ৬৫ টাকায়।
তার দেখাদেখি এই লাউ চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক কৃষক। অল্প জায়গা এই জাতের লাউ চাষ করে কৃষকরা অধিক লাভবান হতে পারবে বলে জানালেন, শ্রীমঙ্গলের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কংকন মল্লিক। লাউ চাষে আগ্রহীদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।