হাতিয়ায় বজ্রপাতে প্রাণ গেল এক জেলের, আহত ২
প্রাণ ও প্রকৃতি
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতের শিকার হয়ে মোবারক হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় পাশে থাকা আরো দুই জেলে আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার (৪ মে) এই ঘটনা ঘটে। নিহত মোবারক উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. ইসমাইলের ছেলে। আহতরা হলেন মো. ইরাক (১৭) ও ইলিয়াস (২৬)।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় জেলেরা স্থানীয়ভাবে তৈরি ঠেলা জাল দিয়ে মাছ শিকার করতে নদীতে যান। তারা নিঝুম দ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে অবস্থানের সময় বজ্রপাতের শিকার হন। এ সময় তিনজন পাশাপাশি অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
নিঝুম দ্বীপ ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন বলেন, নিহত জেলে মোবারক হোসেনের মরদেহ দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন