হোমনায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে ২ জেলের প্রাণহানি!
মৎস্য
কুমিল্লার হোমনা উপজেলায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো দু‘জন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাঁঠালিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমগীর হোসেন (৩৫) ও বিটু (১৪)। তিনি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। টিটু একই গ্রামের নেপাল চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে কাঁঠালিয়া নদীতে মাছ শিকারে যান তারা। রাত ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি আমার এলাকার কাঁঠালিয়া নদীতে ঘটেছে। খবর পেয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
হোমনা থানার ওসি মো.আবুল কায়েস জানান, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।