১০ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করা হবে
এগ্রিবিজনেস
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ বলেছেন, ‘গত বছর বিদেশে দেড় হাজার মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছিল। এবার গুনগত মানসম্মত আলু উৎপাদন হওয়ায় বিভিন্ন দেশে ১০ হাজার মেট্রিক টন আলু রপ্তানি করা হবে।’
সোমাবার (৩১ জানুয়ারি) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার ভিত্তি আলুবীজ উৎপাদন খামারে সারা দেশের ৫০ জন ডিলারের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ এফ এম হায়াতুল্লাহ বলেন, ‘প্রতি বছর আমাদের দেশে ১ কোটি ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়। আর যাতে কোনো আলু আমদানি করতে না হয়, এ জন্য সান্তনা ও এ্যালকেন্ডার জাতের আলু নিয়ে এ উৎপাদন কেন্দ্রে গবেষণা চলছে। হয়তো আর কয়েক বছরের মধ্যে আমরা আর কোন আলু আমদানি করবো না। আলু দেশের রপ্তানির অন্যতম পণ্য থাকবে।’
বিএডিসি’র অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. রাজেন আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএডিসি পরিচালক সদস্য মো. আমিরুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, বিএডিসি সচিব মো. আশরাফুজ্জামান, মহাব্যবস্থাপক (সার) প্রদিপ কুমার দে, ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব প্রমুখ।