চট্টগ্রামে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে আরেকটি হাতি হত্যা
প্রাণ ও প্রকৃতি
চট্টগ্রামে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে আরেকটি হাতি হত্যার ঘটনা ঘটেছে।বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ে মঙ্গলবার পুরুষ হাতিটির মৃতদেহ উদ্ধার করা হলেও তা জানাজানি হয় বুধবার সন্ধ্যায়।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার আনুমানিক ২২ বছর বয়েসী হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শকে হাতিটির মৃত্যু হয়েছে।ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৬ নভেম্বর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ধান ক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়।