জামালপুরের ইসলামপুরে আগুনে পুড়ে গেল কৃষকের গোয়ালঘর
পাঁচমিশালি
জামালপুরের ইসলামপুরে অগ্নিকাণ্ডে ছামিউল ইসলাম নামে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য ৬টি গাভী রক্ষা পেলেও আংশিক পুড়ে গেছে দুটি ষাড়।
বুধবার রাতে পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ বাটিকামারী গ্রামের মৃত শিক্কু শেখের ছেলে ছামিউল ইসলামের গোয়ালঘরে আগুন লেগে মুহূর্তে চারদিক ছড়িয়ে যায়। স্থানীয়রা একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দুটি ষাড় পুড়ে আহত হয়।
কৃষক ছামিউল ইসলাম বলেন, ‘কিভাবে আগুন লেগেছে আমি জানিনা। আগুনে গোয়ালঘরসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।’
পলবান্ধা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল জানান, খবর পাওয়ার সাথে সাথে সেখানে আমি পরিদর্শন করেছি এবং তিনি ওই কৃষককে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।