নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু
কৃষি বিভাগ
নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই হয়েছে। শুক্রবার (৩রা ডিসেম্বর) বিকালে এ কাজের উদ্ধোধন করেন চিনি খাদ্য করপোরেশন সদর দফতরের ইক্ষু ও গবেষণা পরিচালক মোহাম্মাদ আশরাফ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের যুক্ত হন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়াও উপস্থিত ছিলেন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকর, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদসহ অনেকে।
চলতি মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। এর আগে গত বছর নির্ধারিত সময়ের আগেই আখের অভাবে প্রায় ৩০ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে বন্ধ হয়েছিল মিলটি।
এছাড়া, গত ২৬শে নভেম্বর শুক্রবার বিগত বছরের ২২ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় আখ মাড়াই মৌসুম শুরু করেছে জেলার অপর বৃহৎ শিল্প প্রতিষ্ঠান লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল।