বরিশালের বাকেরগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে কৃষকের মতবিনিময়
কৃষি বিভাগ
নাহিদ বিন রফিক (বরিশাল) : বরিশালে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে কৃষকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাকেরগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রুহুল আমিন তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও এফএও’র সিনিয়র অ্যাডভাইজার মো. মাহমুদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব এস এম ইমরুল হাসান।
কৃষি সম্প্রসারণ অফিসার সুনীতি কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মুছা ইবনে সাঈদ, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদ আফরিন, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বাখরকাঠি আইপিএম কৃষক ক্লাবের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, কৃষক কাঞ্চন হাওলাদার প্রমুখ।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার বলেন, কৃষকরাই খাদ্য-পুষ্টির ধারক ও বাহক। তাইতো দেশ আজ দানাশস্যে স্বয়ংসম্পূর্ণ। এখনকার কৃষি হবে বাণিজ্যিকীকরণ। তবেই আমরা উন্নত দেশের অংশীদার হতে পারব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মিসিং মিডল ইনিশিয়েটিভ প্রকল্পের আওতাধীন কৃষকদের মাঝে বিনামূল্যে ৮ টি সেচযন্ত্র এবং ৮টি ভ্যান বিতরণ করেন। এছাড়া বাখরকাঠি আইপিএম কৃষক ক্লাবে স্থাপিত কল সেন্টারের মালামাল দেওয়া হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।