মাগুরায় বৃষ্টিতে ফসল নষ্টে ক্ষতিগ্রস্ত কৃষক
কৃষি বিভাগ
মাগুরায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টিতে সাড়ে তিন হাজার হেক্টরের বেশি জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে আরও প্রায় ২৩ হাজার হেক্টর জমির ফসল। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনা দেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কয়েকদিনের ভারি বৃষ্টিতে মাগুরায় তলিয়ে যায় ধান, মসুর ডাল, সরিষা, পেঁয়াজ, সবজিসহ নানা ধরনের ফসলের ক্ষেত। কৃষি বিভাগের তথ্য মতে, ৪ উপজেলার ৩ হাজার ৫১০হেক্টর জমির ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আংশিক নষ্ট হয়েছে আরো ২২হাজার ৮১৬ হেক্টর জমির ফসল।
ঋণ নিয়ে জমি চাষ করে এখন দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছেন সহায়তা।
এদিকে, সরকারি সহায়তা দেয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হয়েছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা হায়াত মাহমুদ।
ঘূর্ণিঝড় জাওয়াদে মাগুরায় ৮৬ হাজার কৃষকের ৫০ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।