কুমিল্লায় পরীক্ষামূলক চা চাষে সফলতা
কৃষি বিভাগ
কুমিল্লার লালমাই পাহাড়ে পরীক্ষামূলক চা চাষে সফলতা মিলেছে। এবছরের শুরুর দিকে লাগানো চারায় পাতা ও কুঁড়ি ধরেছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, লালমাই পাহাড়ের মাটি ও আবহাওয়া চা চাষের জন্য উপযোগি। তবে পানির সরবরাহ ঠিক রাখতে হবে।
কুমিল্লার লালমাই পাহাড়ে সারাবছরই সবজিসহ বিভিন্ন ফসলের চাষাবাদ হয়। এবার চা চাষেও সাফল্যের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছরের শুরুর দিকে পাহাড়ের রতনপুর এলাকায় দশ একর জায়গায় ছয় হাজার চায়ের চারা রোপন করেন তারিকুল ইসলাম নামে এক উদ্যোক্তা। বেশীর ভাগ চা গাছেই কুঁড়ি মেলে পাতা গজিয়েছে বলে জানিয়েছেন তিনি।
লালমাই পাহাড় চা চাষের জন্য সম্ভাবনাময় বলে জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারাও। তারিকুল নিজ উদ্যোগে চা বাগান করলেও কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে বলেও জানান তারা।