প্রাধিকারের নতুন বছরের ক্যালেন্ডার উদ্বোধন
ক্যাম্পাস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীর অধিকার ও জীব বিচিত্র বিষয়ক সংগঠন প্রাধিকার। এই সংগঠনের আজ নতুন ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃষি অনুষদের কনফারেন্স হলে।
সংগঠনের সাধারণ সম্পাদক নীলৎপল দে এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাধিকার সভাপতি তাজুল ইসলাম মামুন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদি হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোসাম্মৎ শারমিন আক্তার এবং প্রাধিকারের কার্যনির্বাহী সদস্যগণ।
অনুষ্ঠানের এক পর্যায় ক্যালেন্ডার উদ্বোধন করেন অনিষ্ঠানের প্রধান অতিথি। পরিশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ ‘প্রাধিকার’ সামনে দিনে কিভাবে কাজ করবে এবং ভবিষ্যৎ পরিকল্পন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
বিশ্ব পরিবেশ দিবস ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘প্রাধিকার’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গল্প লিখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য উপহার তুলে দেয়া হয় ।
অনুষ্ঠানের শেষে পর্যায় প্রাধিকারের সাবেক সভাপতি বিনয়ক শর্মা বিদায় সংবর্ধনা জানানো হয়।তিনি উচ্চ শিক্ষার জন্য অামেরিয়াক পাড়ি জমাবেন।