সবজির দাম কমলেও চড়া মুরগি ও মাছের বাজার
এগ্রিবিজনেস
সপ্তাহের ব্যবধানে অধিকাংশ শীতের সবজির দাম কমেছে। তবে কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে সব ধরণের মুরগির দাম। চড়া মাছের বাজারও।
রাজধানীতে বৃহৎ আড়ত কারওয়ান বাজারে অধিকাংশ সবজির দাম কমেছে। সীম, আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেট, গাজর, ধনেপাতা, কাঁচামরিচের দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। দাম কমেছে পেঁয়াজ, আদা, রসুনেরও।
এই বাজারে পাইকারীতে টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। ফুলকপি প্রতিপিস ১৫ থেকে ৩০ টাকা। বেগুনের কেজি ১৫টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, বাঁধাকপি পিস ২০ টাকায় বিক্রি হচ্ছে। তার পাশেই খুচরা বাজারে এসব সবজি ৫ থেকে ১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।
তবে রাজধানীর মহাখালী কাঁচাবাজারে অধিকাংশ সবজি দ্বিগুন দামে বিক্রি হচ্ছে।
সবজির দাম কমলেও মুরগী ও মাছের বাজার চড়া। ব্রয়লার মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর কক মুরগী কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। আর চাষের মাছের দামও চড়া।
গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা, ছাগল ৯০০ আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজিতে।