হাতিয়ায় ৭শত কেজি জাটকা ইলিশ জব্দ
মৎস্য
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভায় অভিযান চালিয়ে ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এসময় টমটমের দুই চালককে আটক করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে ওছখালি ব্রিকফিল্ড এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বিসিজি স্টেশান হাতিয়ার একটি দল ওছখালি এলাকায় অভিযান চালায়। এসময় ব্রিকফিল্ড এলাকায় দুটি টমটমের গতিরোধ করা হয়। পরে ওই গাড়ীগুলোতে থাকা ঝুড়িতে রাখা অবস্থায় প্রায় ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহজাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিব ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) এম হারুন কাজী বিষয়টি নিশ্চিত করেছেন।