শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বসেছে মৎস্য মেলা
মৎস্য
পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বসেছে মৎস্য মেলা। বাঘা আইড়, রুই, কাতলাসহ দেশীয় নানা প্রজাতির বিশালাকৃতির মাছ উঠেছে মেলায়। সিলেট অঞ্চলের বিভিন্ন হাওড়-বাওড় ও নদী থেকে ধরা এসব মাছ কিনতে মেলায় আসছেন দূর-দূরান্তের ক্রেতা-বিক্রেতারা
পৌষ বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। এ মাসের শেষদিন এই উৎসব পালন করা হয়। এ উপলক্ষ্যে, মৎস্য ভান্ডারখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বসেছে দু’দিনব্যাপী মাছের মেলা। হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদীসহ সিলেটের হাওর-বাওর থেকে ধরা দেশীয় প্রজাতির মাছ নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ীরা।
মৎস্য মেলা উপলক্ষ্যে শ্রীমঙ্গল বাজারে দু’টি বড় বাঘা আইড়। যেখানে ৭৫ কেজি ওজনের একটি মাছের দাম উঠেছে ১ লাখ ২০ হাজার টাকা। বিশালাকৃতির এই মাছ দেখতে মেলায় ভিড় করেন উৎসুক মানুষ।
এছাড়াও রুই, কাতলা, বোয়াল, চিতলসহ দেশীয় নানা প্রকারের মাছ আসছে মেলায়। আকার ভেদে দাম হাঁকা হচ্ছে হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত।
পৌষ সংক্রান্তি ঘিরে এই মৎস্য মেলা চলবে শুক্রবার রাত পর্যন্ত।