রাজশাহীতে বেড়েছে পান চাষ
এগ্রিবিজনেস
রাজশাহীতে এবছর বেড়েছে পানের চাষ। অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় প্রতিবছরই বাড়ছে পানের বরজের সংখ্যা। ফলন ও দাম ভালো পাওয়ায়, পান চাষিদের মুখে হাসি ফুটেছে। এতে করে লাভবান হচ্ছেন কৃষকরা।
গত মৌসুমে রাজশাহীতে সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে ৭৬ হাজার ১৫২ মেট্রিকটন পান উৎপাদিত হয়েছে। যার বাজারমূল্য ১৮’শ কোটি টাকারও বেশি। এর আগের অর্থবছরে ৪ হাজার ৩১১ হেক্টর জমিতে ৭২ হাজার ৩৩১ মেট্রিকটন পান উৎপাদিত হয়েছিল।
রাজশাহীর পান সুমিষ্ট হওয়ায়, এর চাহিদা রয়েছে সারাদেশে। বরজ এবং স্থানীয় হাটে চাষিরা সরাসরি পান বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে। অন্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে পানের চাষ।
পান চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পান চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে আগামীতে আরো কর্মসূচি নেয়া হবে বলে জানালেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা: উম্মে ছালমা।
পান নিয়ে গবেষণা ও বাজার সম্প্রসারণে টেকসই উদ্যোগ নেয়া হলে রাজশাহীর পান হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত।