সৈকতে ভেসে আসলো মৃত ডলফিন
প্রাণ ও প্রকৃতি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন। রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে ডলফিনটিকে উদ্ধার করে মাটি চাপা দেন উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটি মৃত অবস্থায় রোববার সমুদ্র সৈকতে ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এছাড়া প্রাণীটির ঠোট এবং একটি কান অর্ধেক কাটা অবস্থায় ছিল। আশঙ্কা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে আজ (রোববার) সকালেই এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে এটিকে মাটি চাপা দেওয়া হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডফিসের জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘মৃত ডলফিনটি প্রথমে আমাদের ব্লুগার্ডের এক সদস্য দেখতে পান। এটি একটি ইরাবতি ডলফিন। জেলেদের জালের আঘাতেই ডলফিনটির মৃত্যু হয়েছে।’
পটুয়খালী জেলা বন বিভাগের বিভাগীয় বর্ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’