সিভাসু`তে প্রগতিশীল শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন
ক্যাম্পাস
স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বপক্ষে মুক্তিযুদ্ধের আদর্শে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার চেতনায় আবহমান বাংলার সংস্কৃতির বিকাশ সাধনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) প্রগতিশীল শিক্ষক ফোরামের ২০২০-২০২১ এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি গঠিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রফেসর ডা. ওমর ফারুক মিয়াজী, সহ-সভাপতি হয়েছেন প্রফেসর ড. ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রফেসর ড. আশুতোষ দাশ।
কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ড. ইন্দ্রজিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. মো: ফয়সাল, প্রচার সম্পাদক ডা. নাসিমা আকতার এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. কণা অধিকারী।
কার্যকরী সদস্য মনোনীত হয়েছেন- প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর, মুজিবুল হক জুয়েল, রোকেয়া জাহান মুক্তি, ডা. তৌহিদা কামাল, ডা. শারমিন আক্তার, মাঈনুদ্দিন মামুন এবং নাঈমা ফেরদৌসী হক।