পদ্মায় ধরা পড়ল ৩৬ কেজি ওজনের বাঘাইড়
মৎস্য
মুন্সীগঞ্জে জেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। আকারে বড় হওয়ায় মাওয়া মৎস্য আড়তে এই মাছ তুলতেই লেগেছে তিনজন।
এই বাঘাইড় মাছকে ঘিরে শুক্রবার সকালে মাওয়ার মাছের হাটে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পরে ঢাকা থেকে আসা ইমরান হোসেন নামে এক ব্যবসায়ী আইড়টি ৪১ হাজার টাকায় কিনে নেন।
মাওয়া মৎস্য আড়তের বিক্রেতা জহিরুল ইসলাম মাছটি বিক্রি করেন। তিন এক জেলের কাছ থেকে এটি ৩৮ হাজার টাকায় কিনেন। আড়তদাররা জানান, এমন বড় বাঘাইর পাওয়া দুষ্কর।
পদ্মা নদীতে মাঝে মাঝে বড় মাছের দেখা মিলে। তবে শখের বসে বড় ও সুস্বাদু মাছ কেনার লোকের অভাব হয় না।
বাঘাইর মাছের ক্রেতা ইমরান হোসেন বলেন, বড় আকারে আইড়টি কিনতে পেরে তিনি অনেক খুশি ।