লালমনিরহাটে ঘন কুয়াশায় বীজতলা নষ্ট, বিপাকে কৃষকরা
কৃষি বিভাগ
মাঘের শীত আর ঘন কুয়াশার ফলে লালমনিরহাটের বোরো বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও লালচে আবার কোথাও কোথাও সাদাটে হয়ে গেছে চারা গাছ। জেলার শতকরা ২৫-৩০ ভাগ বীজ তলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
বীজতলা নষ্ট হওয়ায় কৃষকরা গভীর সংকটে পড়েছেন চাষাবাদ নিয়ে।সংকট দেখা দিয়েছে বোরোর কাঙ্খিত লক্ষমাত্রা অর্জনে।
এদিকে বীজ ,সার ও জ্বালানী ও শ্রমিক মুজরি বেশী হওয়ায় কৃষকরা অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছেন। এতে করে চলতি মৌসুমে বোরো আবাদ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলার কৃষকরা।
চলতি বোরো মৌসুমে লালমনিরহাট জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ২০০ হেক্টর জমিতে । এ লক্ষ্যে ২হাজার ৩৯৫’ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। কৃষকরা বীজতলা পরিচর্যার পাশাপাশি জমি প্রস্তুতের কাজ ও করছেন, চলছে সেচ ব্যবস্থার প্রস্তুতি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, শীতের কারণে চারা লাল হয়ে গেছে এখনই না লাগালে নষ্ট হয়ে যাবে।
তিনি আরও বলেন, ক্ষতি কাটিয়ে উঠতে প্রতিকূল আবহাওয়ার মাঝেও বোরো উৎপাদনের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি অধিদপ্তর পরামর্শ প্রদান ও নিবিড় পর্যবেক্ষণ করছে।