বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে কৃষিবিদদের সংবর্ধনা
কৃষি বিভাগ
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে পদোন্নতিজনিত সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার রাতে নগরীর ব্রি’র সম্মেলনকক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেআইবি বরিশাল জেলা শাখার সভাপতি ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হৃদয়েশ্বর দও।
সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, ডিএই বরিশালের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিচিম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল মতিন, ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, এনএসআই’র অতিরিক্ত পরিচালক মো. খালেকুজ্জামান, অগ্রণী ব্যাংকের ডিজিএম আশুতোষ চন্দ্র শিকদার, ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, এটিআই’র সাবেক অধ্যক্ষ নিখিল রঞ্জন মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকে কর্মরত সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেনারেল ম্যানেজার কৃষিবিদ একেএম সেলিম আহমেদকেও সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন বিপিএম (বার) অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি কৃষিবিদ পরিবারের একজন সদস্য। সংবর্ধনা অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক কৃষিবিদ অংশগ্রহণ করেন।