সাভারের গোলাপ গ্রামে ছত্রাকের আক্রমণে বিপাকে গোলাপ চাষীরা
এগ্রিবিজনেস
সাভারের গোলাপ গ্রাম খ্যাত বিরুলিয়ার গোলাপের ক্ষেতে ছত্রাকের আক্রমণে নষ্ট হচ্ছে গোলাপ ফুলের বাগান। ছত্রাকের প্রাদুর্ভাবে ফুলের পাশাপাশি নষ্ট হচ্ছে গাছও। ফেব্রুয়ারী মাসের বিভিন্ন দিবস উপলক্ষে চাষীরা গোলাপ ফুল ব্রিকি করে লাভবান হয়ে থাকেন, কিন্তু ছত্রাকের আক্রমনের কারনে বিক্রি হচ্ছে না গোলাপ। ভরা মৌসুমে এমন অবস্থায় বিপাকে পড়েছেন ফুল চাষীয়রা।
এদিকে, কৃষি বিভাগ বলছে, গরম না আসা পর্যন্ত ছত্রাকের আক্রমণ রোধ করা যাবে না।
রাজধানীর অদূরে সাভার উপজেলার ২২০ হেক্টর জমিতে সারা বছরজুড়েই বাণিজ্যিকভাবে চাষ হয় গোলাপ ফুল। এরমধ্যে সিংহভাগ ফুল চাষ হয় বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। লাল টকটকে ফুটে থাকা গোলাপ থেকে প্রতি মৌসুমে আয় হয় কোটি কোটি টাকা।
তবে এবারের মৌসুমের চিত্র একেবারেই ভিন্ন। ফেব্রুয়ারী মাস জুড়ে গোলাপ ফুল ফোটার মৌসুম হওয়া সত্ত্বেও পরিপূর্ণ ফুল ফোটার আগেই নষ্ট হচ্ছে গাছ ও ফুল। অজ্ঞাত ছত্রাকের আক্রমণে নষ্ট হচ্ছে গাছ ও ফুল।
বিরুলিয়ার গোলাপ গ্রাম দেখতে প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান অসংখ্য পর্যটক। তবে এবার ফুল বাগানের করুণ দৃশ্য দেখে হতাশ তাঁরাও।
উপজেলা কৃষি কর্মকতা নাজিয়াত আহমেদ বলেন, অসময়ের বৃষ্টি ও বেশি শীত পড়ার কারণে ছত্রাকের প্রাদুর্ভাব বেড়েছে।
ক্ষতি পোষাতে সরকারি আর্থিক সহায়তা চেয়েছেন গোলাপ চাষীরা।