শিক্ষামন্ত্রীর সঙ্গে হকৃবি উপাচার্য ড. বাসেতের সৌজন্য সাক্ষাৎ
ক্যাম্পাস
অর্ঘ্য চন্দ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল বাসেত।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এতে আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. মাহফুজুর রব, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, সহযোগী আধ্যাপক ড. অসিম শিকদার ওও সহকারী প্রক্টর মো. রাফাত আল ফয়সাল।
এ সময় উপাচার্য ড. বাসেত নব নির্মিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমীক কার্যক্রম চালুকরণ ও বিশ্ববিদ্যালয় কে পূর্ণতাদানের নানা স্বার্থসংশ্লিষ্ট বিষিয়ে আলাপ করেন।